সংবিধান সংশোধন ইশ্যুতে সুর চড়ালেন রাহুল

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ের সংবিধান সংশোধমন সংক্রান্ত মন্তব্যকে যে কংগ্রেস হাতিয়ার করে তুলতে চায় তা ফের একবার স্পষ্ট করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের ১৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে রাহুল বলেন, দেশের সংবিধান বিপদের মুখে। দেশের মানুষ ও কংগ্রেসের কর্তব্য এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। রাহুল বলেন, ‘ভারতের মেরুদণ্ড, সংবিধান বিপদের মুখে দাঁড়িয়ে। সরাসরি আক্রমণের মুখে দাঁড়িয়ে সংবিধান। বিজেপির শীর্ষ নেতারা সংবিধানের বিরুদ্ধে আক্রমণ করছেন। প্রত্যেক ভারতীয়র উচিত এর প্রতিরোধ করা।’ রাহুল আরও বলেন, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বিজেপি মিথ্যার জাল বুনে চলেছে। আর এখানেই কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য। আমরা ভালো ফল না করতে পারি, আমরা হেরে যেতে পারি। কিন্তু আমরা সত্যকে ত্যাগ করব না। কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দলের সদর দপ্তরে পতাকা উত্তোলন করেন রাহুল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pLWjUZ

December 28, 2017 at 12:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top