জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী আরমান আলী ঘরে থাকা বাথরুমে প্রবেশ করে। র্দীঘক্ষণ ধরে সে বাথরুম থেকে বের হচ্ছেনা দেখে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করেন। পরে বাথরুমে ভেন্ডিলেটারের দিকে থাকিয়ে পরিবারের লোকজন দেখতে পান বাথরুমে থাকা টাওয়াল রাখার স্ট্যান্ডের সঙ্গে শিক্ষার্থী আরমান আলীর ঝুলন্ত দেহ। বাথ রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন পরিবারের লোকজন। এসময় তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করা হয়।
এব্যাপারে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়। পরে এবিয়ষটি আমি থানা পুলিশকে অবহিত করি।
নিহত শিক্ষার্থীর পিতা আখন মিয়া সাংবাদিকদের বলেন, আমার ছেলে আত্বহত্যা করেছে। তবে কি কারণে সে আত্বহত্যা করেছে তা জানানেই।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম এর সঙ্গে মোবাইল ফোনে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন ঘটনাস্থলে অবস্থান করছি। পরে বিষয়টি জানাচ্ছি।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kW86dH
December 21, 2017 at 08:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন