অনলাইনে বাংলা গানের শ্রোতা বাড়ছে দ্রুত। তার প্রমাণ অল্প সময়ের মাঝে ইউটিউবে কয়েকটি গানের কোটি ভিউ। এ তালিকায় যুক্ত হলেন তাহসান। এ শিল্পীর কেউ না জানুক শিরোনামের মিউজিক ভিডিও ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। আর গানটি আপলোড করা হয় ২০১৬ সালের ১ ডিসেম্বর। স্বপ্নের বালুকায়, কেউ কি পা লুকায়। যদি না আসে ভেজা দিন। ইচ্ছের হিমালয়, হয় না কভু ক্ষয়। হৃদয়ে থাকে অমলিন। এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতে ছিলেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, যার কয়েকটি গান ইতোমধ্যে কোটিবার শোনা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। মডেল হিসেবে আছেন সুজানা ও এবিএম সুমন। এ নিয়ে গীতিকার জীবন ফেসবুকে লেখেন, এই প্রথম আমার লেখা, তাহসান ভাইয়ের গাওয়া এবং সিডি চয়েস থেকে প্রকাশিত কোনো গান এই মাইলফলক অর্জন করল। গানটির সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিও সূত্র: পরিবর্তন এফ/১৪:৪৪/১১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kVcugz
December 11, 2017 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top