নয়াদিল্লি, ৫ ডিসেম্বরঃ কোটলা টেষ্টে শ্রীলঙ্কার সামনে ৪১০ রানের টার্গেট দিল বিরাটবাহিনী। মঙ্গলবার চা বিরতির পর ৫ উইকেটে ২৪৬ রানে দ্বিতীয় ইনিংস ছেড়ে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে চারশোর বেশি রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া। লঙ্কার ১০ উইকেট নেওয়ার জন্য প্রায় ১২০ ওভার পাবেন শামি-অশ্বিনরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা। শামির বলে ক্রিজ ছাড়লেন সমরবিক্রম(৫)। জাদেজার বলে আউট হন করুণারত্নে(১৩)। ফের জাদেজার বলেই আউট হলেন সুরঙ্গ লকমল(০)। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার রান ৩১-৩। শ্রীলঙ্কার হয়ে ক্রিজে রয়ছেন ধনঞ্জয় ডি’সিলভা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AZJRWv
December 05, 2017 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন