মুম্বাই, ১৯ ডিসেম্বর- শিরোনাম দেখে ভাবাটাই স্বাভাবিক যে, বচ্চন পরিবারে কি আবারও অশান্তি লাগল? পুত্রবধুকে কি ধমক দিয়ে বসলেন বলিউডের বিগ বস? কিন্তু জানেন কি, বিগ বির সঙ্গে কিন্তু বাবা-মেয়ের মত সম্পর্ক সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার। একবার অমিতাভ এক অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে বলেছিলেন, আরাধ্যার মতো আচরণ করো না। সেটা কবে জানেন? ঐশ্বরিয়ার ফ্যান ক্লাব নামের একটি পেইজ সম্প্রতি কটি ভিডিও শেয়ার করেছে। ২০১৫ সালের স্টারডাস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে জজবার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। ওই একই মঞ্চে পিকুর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অমিতাভকে দেখিয়ে বলেছিলেন, হি ইজ দ্য বেস্ট। আরও পড়ুন: অমিতাভের সঙ্গে ঐশ্বরিয়ার জড়িয়ে ধরা ভিডিও ভাইরাল! অভিনেতা হিসেবে শ্বশুর অমিতাভের জন্য গর্ব বোধ করেছিলেন ঐশ্বরিয়া। অমিতাভ সে কথা শুনে বিব্রত বোধ করেন। সকলের সামনেই ঐশ্বরিয়াকে আদুরে গলায় মৃদু ধমক দিয়ে বলেছিলেন, বাচ্চাদের (আরাধ্যর) মত আচরণ করো না। বহু পুরনো সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র: গো নিউজ২৪ এফ/১৩:১৪/১৯ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kfW6UQ
December 19, 2017 at 07:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top