বিমানের মধ্যেই যৌন হেনস্থার শিকার মার্ক জুকারবার্গের বোন

সিয়াটল, ২ ডিসেম্বরঃ বিমানের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের বোন রাডি জুকারবার্গ। তিনি নিজে ফেসবুকের প্রাক্তণ এগজিকিউটিভ। বুধবার ঘটনার বিবরণ দিয়ে তিনি একটি পোস্ট লেখেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে বিমানকর্মীদের অসহযোগীতার বিষয়টিও উল্লেখ করেন তিনি। পোস্টটি নজরে আসতেই হইচই পড়ে যায়। ঘটনার বিবরণ জানতে ওই আলাস্কা এয়ারলাইনস তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, প্রথম শ্রেণিতে তাঁর পাশের যাত্রী টানা অ্যালকোহল খেতে থাকেন। সঙ্গে চলতে থাকে অশ্লীল মন্তব্য।

প্রথম দিকে এসবে একদমই আমল দেননি তিনি। কিন্তু ওই ব্যক্তি বাড়াবাড়ি শুরু করলে তিনি বিমানসেবিকাকে বিষয়টি জানান। অভিযোগ, ওই ব্যক্তি তাঁর আশেপাশে বসে থাকা অন্য মহিলা সহ যাত্রীদের প্রতিও অশালীন মন্তব্য করছিলেন।

বিমানসেবিকা তাঁর অভিযোগকে একদমই গুরুত্ব দেননি। উলটে ওই ব্যক্তির প্রতিই তিনি নাকি সহানুভূতিশীল ছিলেন। বিমানসেবিকা রান্ডিকে জানান, ওই ব্যক্তি তাঁদের ফ্লাইটে মাঝে মধ্যেই যান। অসুবিধা হলে তাঁকে পিছনের দিকে অন্য আসনে বসার ব্যবস্থাও করে দিতে পারেন বলে জানান বিমানসেবিকা।

বিমানসেবিকার আচরণে ভীষণই হতবাক হয়ে পড়েন রান্ডি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের পরই নড়েচড়ে বসেন বিমান কর্তৃপক্ষ। তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির পরবর্তী ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kfHyr3

December 02, 2017 at 02:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top