‘অক্ষি’র দাপটে এখনও পর্যন্ত মৃত ১২, বিপর্যস্ত তামিলনাড়ু-কেরল

তিরুবনন্তপুরম, ২ ডিসেম্বরঃ তামিলনাড়ু আর কেরলের উপকূলে সাইক্লোন ‘অক্ষি’র দাপটে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১২ জনের। চেন্নাইয়ের আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রেখাটি আগামী ৪৮ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তখন সেটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রের উপর থাকবে। ফলে আগামী দু’দিন চেন্নাই, পুদুচেরী ও লাক্ষাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চেন্নাই ও কেরালায় জনজীবন কার্যত বিপর্যস্ত। দক্ষিণের দুই রাজ্যে বেশিরভাগ নদীর জল বিপদসীমার উপর বইছে। সরকারি হিসেব অনুযায়ী, কেবল কন্যাকুমারী, তিরুনেলভেলী ও তুতিকোরিন জেলায় ৫৭৯টি গাছ উপড়ে পড়েছে। মাথার উপর গাছ পড়ে এক মহিলা ও এক অটোচালক প্রাণ হারান। অন্যদিকে, তিরুবনন্তপুরমে বিদ্যুতপৃষ্ট হয়ে দুজন প্রাণ হারান।

সরকারের তরফ থেকে কন্যাকুমারি ও তিরুনেলভেলীতে ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরে ১২০০ জন মানুষ ঠাঁই নিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি বলেন, মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা দেওয়া হবে। কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, সেখানে ২৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৪৯১টি পরিবার। এখনও পর্যন্ত ২১৮ জন মত্‍স্যজীবীকে উদ্ধার করা গিয়েছে। শনিবার নিখোঁজ মত্‍স্যজীবীদের খোঁজে নৌসেনা নামানো হয়েছে।

নিম্নচাপের প্রভাব পড়েছে লাক্ষাদ্বীপেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i88ULk

December 02, 2017 at 12:43PM
02 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top