সবং, ২৪ ডিসেম্বরঃ সব আশঙ্কা উড়িয়ে দিয়ে সবংয়ে উড়ল জোড়াফুল পতাকা। স্বামী মানস ভূঁইয়ার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন তৃণমূল প্রার্থী গীতা ভূঁইয়া। তিনি ৬৪ হাজারেরও বেশি ভোটে। তাঁর প্রাপ্ত ভোট এক লক্ষ ৬ হাজার ১৭৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী রীতা মণ্ডল জানা। তাঁর প্রাপ্ত ভোট প্রায় ৪২ হাজার। মুখে সবংয়ে জেতার কথা বললেও তৃতীয় স্থান পেয়েছে বিজেপি। তাদের প্রার্থী অন্তরা ভট্টাচার্য পেয়েছেন ৩৭৪৭৬টি ভোট। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের কাছে সবং উপনির্বাচন ছিল অগ্নিপরীক্ষার মত। তৃণমূলের গড়ে বিজেপি থাবা বসাতে পারলে তা এই রাজ্যে তাদের ক্ষমতা দখলের স্বপ্নকে আরও কিছুটা বাড়িয়ে দিত। মুকুল রায়, দিলীপ ঘোষেরা কার্যত হুঙ্কার দিয়ে রেখেছিলেন যে সবং তাঁদের হাতে আসছেই। কিন্তু কার্যক্ষেত্রে তার কিছুই হল না।
ছবিটি প্রতীকি
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2C2JMkH
December 24, 2017 at 12:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.