সুরমা টাইমস ডেস্ক:: লাভ জিহাদের অভিযোগে ভারতে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। শুধু তাই নয়, অমানবিক এই ঘটনার ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হত্যাকারীরা।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের রাসমন্ড শহরে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন নিহতের নাম মোহাম্মদ ভট্ট শেখ।
ভিডিওতে দেখা যায়, সৌম্যনাথ নামে এক ব্যক্তি মোহাম্মদ ভট্ট শেখ নামে ব্যক্তিকে পেছন থেকে প্রথমে আঘাত করে আহত করেন। এরপর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ভিডিওটিতে সৌম্যনাথ হুমকি দেন, যারা ‘লাভ জিহাদ’ করছে তাদের সবারই এমন পরিণতি হবে।
ভারতে ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ছেলে-মেয়ের মধ্যে প্রেম ও বিয়েকে কট্টরপন্থি হিন্দুরা ‘লাভ জিহাদ’ নামে অভিহিত করেন৷ কট্টর হিন্দুত্ববাদীদের মতে, এটি ধর্মান্তর ছাড়া আর কিছুই না। লাভ জিহাদের অভিযোগে ভারতে হিন্দু-মুসলিম দম্পতিদের বাড়িতে গিয়েও চড়াও হচ্ছে বিজেপি ও সমমনা কট্টরপন্থি দলগুলো।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jpY4l2
December 07, 2017 at 08:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.