কাবুল, ৬ ডিসেম্বরঃ আফগানিস্তান থেকে ট্রেনিং নিতে ভারতে আসছেন ২০ জন মহিলা সেনা অফিসার। মঙ্গলবারই রওনা দিয়েছেন তাঁরা। এরা সবাই আফগান এয়ার ফোর্স ও স্থলবাহিনীর সদস্য। আফগান সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, এই প্রথম আফগান এয়ার ফোর্স ও আফগান আর্মির ২০ জন মহিলা সেনা অফিসার চেন্নাইতে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমতে যাচ্ছে।
একদিন আগেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি বলেছিলেন, সেদেশের বিভিন্ন ক্ষেত্রে ভারতের অবদান অনস্বীকার্য। আগামিদিনে ভারতের সঙ্গে আরও বেশি করে দ্বিপাক্ষিক চুক্তি করার কথাও ভাবছে আফগানিস্তান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2irR7yM
December 06, 2017 at 02:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন