লেবাননে মহান ঈদে আজম পালন

Untitled-1

বাবু সাহা, লেবাননঃ বিশ্ব নবীর শুভাগমন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব লেবানন শাখা’র উদ্যোগে আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সত্য ও মানবতার মুক্তির উৎস হিসেবে মহান ঈদে আজম সমাবেশ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত পালিত হয়েছে।বৈরুতের দাউড়ায় ইন্দো-লংকা স্টোরে রবিবার বিকেলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মহান ঈদে আজম সমাবেশ এ আমজাদ হোসেন এর পরিচালনায় মহানবী(সাঃ) এর জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন, আমির হোসেন, ফোরকান আহসান ও সুমন মিয়া।

আলোচনা সভার শুরুতেই কোরান তেলওয়াত করেন মোঃ সাইফুল।সভায় নাদ শরীফ পরিবেশন করেন মোঃ তুহিন।

ঈমানী অস্তিত্ত্ব ও মুক্তির উৎস হিসেবে প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন ঈদে আজমের দান ও লক্ষ্য উপলব্ধির আহ্বান জানিয়ে বক্তগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার সম্পর্ক ও বন্ধনে অপরিহার্য্য অবলম্বন হিসেবে সর্বগুণ-সর্বজ্ঞান-সর্বকল্যাণের উৎস রূপে দুনিয়ায় আল্লাতাআলার মহাসত্ত্বার পবিত্র নূর প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন সত্য-জীবন ও মানবতার অতুলনীয় মহা ঈদ ঈদে আজম। তাঁরা বলেন, প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন স্বয়ং আল্লাহতাআলার নিজেকে প্রকাশ করা এবং মানবমন্ডলীর সাথে আল্লাতাআলার সংযোগ ও বন্ধন তৈরি করা।

বক্তব্য শেষে প্রেমময় রহমতময় পবিত্র সালাতু সালাম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2noJgrn

December 04, 2017 at 02:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top