সুরমা টাইমস ডেস্ক:: মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে ফের হাসপাতালে নেওয়া হয়েছে। ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস এই তথ্য নিশ্চিত করে বলেন, মায়ের কিডনি জটিলতা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, ডায়াবেটিস ও হৃদরোগের জটিলতায়ও ভুগছেন ভাস্কর প্রিয়ভাষিণী। আজ অবস্থার অবনতি হওয়ায় বিকেলে হাসপাতালে নেওয়া হয় ফেরদৌসী প্রিয়ভাষিণী।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর মেয়ে ফুলেশ্বরী বলেন, বুধবার ভোর রাত থেকে তার মায়ের অবস্থার অবনতি হতে থাকে। পরে দুপুরের দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকের দেখা না পাওয়ায় তারা ল্যাব এইড হাসপাতালে নেন।
চলতি বছরের নভেম্বরে নিজের বাসায় বাথরুমে পড়ে গোড়ালিতে চোট পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হওয়ায় গত ১৩ই ডিসেম্বর সেখানে অস্ত্রোপচারের পর হাসপাতালে থাকতে হয় এই মুক্তিযোদ্ধাকে।
১৯৪৭ সালের ১৯শে ফেব্রুয়ারি খুলনায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2pO0csz
December 28, 2017 at 12:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.