মুম্বাই, ১৭ ডিসেম্বর- রাজ কাপুর এবং শাম্মী কাপুরের ছোট ভাই ছিলেন একেবারে তাঁর দাদাদের থেকে আলাদা৷ বড় দুই দাদা রঙিন জীবনে অভ্যস্ত হলেও শশী ঠিক তেমন ছিলেন না ৷ বরং শশী কাপুর অনেক বেশি দায়বদ্ধ ছিলেন তাঁর স্ত্রী জেনিফার কাপুরের উপর৷ স্ত্রীর প্রতি একান্ত অনুগত হলেও একসময়ে জেনিফারের সঙ্গে সম্পর্কে চিড় ধরে বিয়ে ভাঙার উপক্রম হয়েছিল৷ কারণ তাদের মাঝখানে এসে পড়েছিলেন বলিউডের এক নায়িকা৷ তিনি হলেন শাবানা আজমি৷ শাবানা আজমির সঙ্গে শশী কাপুরের প্রায় হাফডজন ছবি রয়েছে৷ তাঁদের জুটির প্রথম ছবি ছিল ফকীরা৷ সেইছবি হিট করেছিল এবং তখন থেকেই এই জুটি নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছিল৷ কিন্তু শাবানা-শশীর সেই সময়ের সম্পর্ক ঘিরে শশী-জেনিফারের পারিবারিক জীবনে অশান্তি দেখা গিয়েছিল৷ তার উপর শাবানা খোলাখুলি জানিয়েও ছিলেন তিনি শশীর প্রতি অনুরক্ত৷ আরে তা জানাজানি হতেই জেনিফার শশীর কাছ থেকে ডিভোর্স চেয়েছিলেন৷ তিনি তখন শশীকে জানিয়ে দিয়েছিলেন শাবানা অথবা জেনিফার দুজনের একজনকে বেছে নিতে৷ তখন পৃত্থিরাজ কাপুরের ছোটছেলে তাঁর স্ত্রীকে কথা দিয়েছিলেন তিনি আর কোনও ছবি করবেনই না শাবানার সঙ্গে৷ শুধু তাই নয় এমনকী স্ত্রীর মানভঞ্জনে কথা দেন, জেনিফার যতদিন জীবিত থাকবেন ততদিন শাবানার সঙ্গে কথাই বলবেন না৷ তারফলে সেই ১৯৭৮ সালে থেকে শাবানার সঙ্গে কথা বন্ধ ছিল শশীর৷ এমনকী ১৯৮৪ সালে জেনিফারের মৃত্যুর পরও শশী কথা বলতেন না শাবানার সঙ্গে ৷ ফলে ১৯৭৮ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর এই দুই বলিউড তারকার মধ্যে কোনও কথা হয়নি৷ ২০১৫ সালে শশী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর তাদের মধ্যে কথা হয়েছিল৷ চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য শশী কাপুর দাদাসাহেব পুরস্কারের পর তাঁকে ঘিরে তাঁর সব ছবির নায়িকারাই তাকে ঘিরে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান৷ সেই দলে তখন শাবানাও ছিলেন৷ দীর্ঘ ৩৭ বছরের নিরবতা ভেঙে দুজনে কথা হয়েছিল সেদিন৷ তবে শশীর এই আচরণ সম্পর্কে কখনই বিরূপ কিছু বলেননি শাবানা বরং স্ত্রীর প্রতি তাঁর এই দায়বদ্ধতা জন্য শ্রদ্ধাই জানিয়েছিলেন কাইফি আজমির কন্যা৷ সূত্র: কলকাতা২৪*৭ আর/১২:১৪/১৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ByUAa5
December 17, 2017 at 07:01AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.