বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ০১জন নিহত

নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম করিম উদ্দিন (২৪)। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

গতকাল মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়লেখা-শাহবাজপুর সড়কের গ্রামতলা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম উদ্দিন বড়লেখা উপজেলার গ্রামতলার শওকত আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সামাদ আহমদ (১৮) ও সামাদ হোসেন (২৫)।

এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন- বড়লেখা শাহবাজপুর সড়কের গ্রামতলা কালীবাড়ির সামনে দু’দিক থেকে দ্রুতগামী দুইটি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। এসময় আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2E0kbHx

December 27, 2017 at 05:16PM
27 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top