ঘন কুয়াশার কারণে উত্তর ভারতে বাতিল একাধিক ট্রেন

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বরঃ উত্তর ভারতে প্রায় প্রতিদিনই ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে রেল পরিসেবা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল হচ্ছে একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, শনিবার ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লিগামী ৩৬টি ট্রেন চলছে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে। বদল আনা হয়েছে বিভিন্ন ট্রেনের সময়সীমাতেও।

উল্লেখ্য, বুধবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৩ হাজারেরও বেশি ট্রেন বাতিল অথবা দেরিতে চালানো হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ৩১১৯ টি ট্রেন দেরিতে চালানো হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lkyeQn

December 30, 2017 at 11:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top