ঢাকা, ০২ ডিসেম্বর- আজ ১২ রবিউল আউয়াল শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে শুভাগমন করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ঈদে মিলাদুন্নবী শিরোনামের গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট http://ift.tt/2qivBPr প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছেন কনা এবং রাজীব। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন হজরত মুহাম্মদ (সা.)। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন তিনি। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। আজও তিনি মদিনায় জেগে আছেন তার উম্মতের মঙ্গল কামনায়। এমন কথায় সাজানো হয়েছে ঈদে মিলাদুন্নবী গানটি। শ্রোতাদের জন্য ঈদে মিলাদুন্নবী গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন কোড পাওয়া যাবে খালিদ সংগীত ওয়েবসাইটে। উল্লেখ্য, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা কবিতা ও গানে পাওয়া যায় নানান ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসবের কথা। মানবপ্রেমের মহৎ বাণীতে সমৃদ্ধ তাঁর গান-কবিতার খাতা। ঈদে মিলাদুন্নবী নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা গানের লিংক: http://ift.tt/2AniGnn সূত্র:ঢাকাটাইমস২৪ এমএ/০৫:০০/০২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AqtVZS
December 02, 2017 at 11:03PM
02 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top