পর্দা নেমেছে জমকালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে লড়াইয়ের পর এবার আবারও সময় এসেছে মাশরাফি-সাকিবদের দেশের হয়ে এক সাথে লড়াই করার। স্বাগতিক বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের অংশগ্রহণে আসছে নতুন বছরের ১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ দিয়েই আগামী বছর শুরু করবে বাংলাদেশ। এই তিন জাতি টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর কাজে নেমে পড়েছেন নির্বাচকরা। নতুন মুখ নিয়ে বাংলাদেশের দল ঘোষণা ২১ ডিসেম্বর! হাতে সময় বেশি নেই তাই দ্রুতই দল প্রকাশ করবে বিসিবি। শুরুতে ক্যাম্পের জন্য ঘোষণা করা হবে বাংলাদেশের প্রাথমিক দল। যেহেতু ত্রিদেশীয় সিরিজ শেষ হতে না হতেই শুরু হবে লঙ্কানদের সাথে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ, তাই দুই সিরিজের জন্যই একই সাথে প্রাথমিক দল প্রকাশ করবে বিসিবি। জানা গেছে চলতি মাসের ২১ ডিসেম্বর ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রাথমিক ক্যাম্পের দলটি। ওয়ানডে এরপর লঙ্কানদের বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ এজন্য প্রাথমিক ক্যাম্পের দলটি ৩০ থেকে ৩২ সদস্যের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এখান থেকেই নির্দিষ্ট সিরিজের আগে চূড়ান্ত দল বেছে নিবে বিসিবি। এদিকে বিপিএলের পঞ্চম আসরে নিজেদের সামর্থ্যর প্রমাণ দেওয়া ক্রিকেটারদের মধ্য থেকে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলের আসন্ন এই ক্যাম্পে সুযোগ পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আমরা একবারে তিন জাতি আসর, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চাচ্ছি। আগামী ২৭ ডিসেম্বর শুরু প্রস্তুতি। যা শুরু হবে ফিটনেস টেস্ট দিয়ে। আমরা ৩০-৩২ জনকে প্রাথমিক ক্যাম্পে ডাকবো। সেখান থেকে প্রথমে তিন জাতি টুর্নামেন্ট, তারপর পর্যায়ক্রমে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের মূল দল বেছে নেয়া হবে। প্রসঙ্গত আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে তিন জাতি টুর্নামেন্ট। যার পর্দা নামবে ২৭ জানুয়ারি। এরপর ৩১ জানুয়ারী থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সমান দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে খেলবে স্বাগতিক বাংলাদেশ। আরএস/১০:০০/১৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BDxleR
December 18, 2017 at 06:35PM
18 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top