ঢাকা, ০২ ডিসেম্বর- গেইল-ম্যাককালামদের নিয়েও সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে রংপুর। কোন স্বপ্ন নয় তো? বিশ্বাসই হচ্ছে না। টি-টোয়েন্টির দুই সেরা ব্যাটসম্যানকে নিয়ে গড়া ব্যাটিং লাইনআপে এমন ধস! ঘটনা সত্যিই। তরুন মেহেদী ও সাইফুদ্দিনের বোলিং তোপে এবারের বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো রংপুর। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার অবস্থায়। আগের দুম্যাচে শাসরুদ্ধকর জয়ের পর আরো গুরুত্বপূর্ণ সময়ে পতন হলো তাদের। যুবা স্পিনার মেহেদী হাসানের বোলিংয়ে কুমিল্লার বিপক্ষে ১৭.১ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়েছে তারা। মেহেদী ৪ এবং মোহাম্মদ সাইফুদ্দিন শিকার করেছেন ৪ উইকেট। টস জিতে ফিল্ডিংয়ে নেমে দুই প্রান্ত থেকে অফ স্পিনার আনেন তামিম ইকবাল। প্রথম বলেই উইকেট পেতে পারতেন বিপিএলে অভিষিক্ত ১৬ বছরের আফগান স্পিনার মুজিব জাদরান। তা না হলেও আগের খেলায় এই রংপুরের টপ অর্ডার কাঁপানো মেহেদী হাসান পরের ওভারেই জোড়া আঘাত হানলেন। আর এমন ম্যাচে ক্রিস গেইল, জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, রবি বোপারাকে ৫৯ রানের মধ্যে হারিয়ে ফেলে সম্মানজনক এক স্কোরের জন্য লড়তে হয়েছে মাশরাফিদের। তবু ১০০ পেরুতে পারেনি তার দল। ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত প্রদর্শনী দেখায় রংপুর। নতুন বলে শুরু করে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্রিস গেইলের (০) উইকেট তুলে নিলেন মেহেদী। হলো যুবার স্বপ্নপূরণ। সেই আনন্দে ওভারের পঞ্চম বলে আরেক আঘাত। এবার জিয়াউর রহমানকে বোল্ড করে দেন। ৯ রান জিয়ার। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে রংপুর। মোহাম্মদ সাইফ উদ্দিনকে মারতে গিয়ে ৩২ রানের সময় মোহাম্মদ মিঠুন (১৭) হয়ে যান মোহাম্মদ সাইফ উদ্দিনের শিকার। আর বোপারা দশম ওভারের সময় রান আউট। কি বিপদ! মেহেদী পরের ওভারে ধৈর্য্য দেখিয়ে খেলা ম্যাককালামকে বোল্ড করে দিলে কুমিল্লা পুরোপুরি চেপে ধরে রংপুরকে। ৩১ বলে ২৪ রান ম্যাককালামের। ৫৯ রানে ৫ উইকেট নেই রংপুরের! সেই বিপদ থেকে আর বেরুতে পারেনি রংপুর। বলতে হয় কুমিল্লার বোলাররা বের হতে দেননি। মাশরাফিকে যেমন আবার ঝড় তুলতে দেননি সাইফুদ্দিন। আবার লোয়ার অর্ডারের চামারা কাপুগেদারা (২) কিংবা নাহিদুল ইসলামকে (৬) সুযোগ দেননি হাসান আলি-মেহেদীরা। এতো কম রান নিয়ে রংপুরের স্লোগান জয়ের লড়াই খুব বেশি শঙ্কায় আছে। এমএ/০৩:২০/০২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iCiPwD
December 02, 2017 at 09:27PM
02 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top