সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিশাল র‌্যালি ও আলোচনা সভা

সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার পৌর সদরে এ র‌্যালীর আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর পুণরায় এখানে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা ও থানা প্রশাসন, সাংবাদিক এবং বাজারের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ শফিকুর রহমান। উপজেলা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান। বক্তব্য রাখেন, সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, আসমান উদ্দিন, আব্দুল মুহিত, আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা খায়রুল আমীন, সাবেক উপজেলা কমান্ডার তোতা মিয়া, সাবেক চেয়ারম্যান ছালিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রচার সম্পাদক খালেদ হোসেন, দৈনিক ডেসটিনি’র গোলাপগঞ্জ প্রতিনিধি রুবেল আহমদ, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবলু, মঞ্জিল আহমদ, সাংবাদিক কামিল আহমদ, জাবেদ আহমদ, এস ইউ শিপলু, ফয়ছল আহমদ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার হানিফ আলী, যুব কমান্ডের মনসুর মুন্না, ও মোস্তফা। সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yi4EP2

December 12, 2017 at 08:19PM
12 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top