প্রকাশ্য ধূমপানে জরিমানাঃ কলকাতা পুরসভা

কলকাতা, ২১ ডিসেম্বরঃ প্রকাশ্য ধূমপান করলে হতে পারে জরিমানা। ধুমপান রুখতে এমনই একটি উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এবার প্রত্যেক বরো এলাকায় নোডাল অফিসার নিয়োগ করবে কলকাতা পুরসভা। মঙ্গলবার কলকাতা পুরসভায় শহরকে ‘স্মোক ফ্রি’ হিসাবে গড়ে তোলা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। চেয়ারপার্সন মালা রায়ের উপস্থিতিতে শহরে ধূমপান রোধে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে একটি কর্মশালাও হয়। মেয়র পারিষদের তরফ থেকে জানানো হয়েছে, ‘এই নোডাল অফিসাররা মিউনিসিপ্যাল কমিশনার প্রদত্ত বিশেষ ক্ষমতার অধিকারী। এই অফিসাররাই প্রকাশ্যে কাউকে ধূমপান করতে দেখলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করতে পারবেন।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BpmQNb

December 21, 2017 at 12:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top