নয়াদিল্লি, ১৫ ডিসেম্বরঃ আজ থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনটি চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এই অধিবেশনে ৩ তালাক সম্পর্কিত মুসলিম ‘ওম্যান রাইটস অন ম্যারেজ বিল’ সহ বেশ কয়েকটি বিল এই অধিবেশনে পেশ করা হতে পারে।
কেন্দ্রীয় সরকার চায়, ২ কক্ষের কাজকর্ম চলুক নির্বিঘ্নে। কিন্তু বিরোধীরা ইঙ্গিত দিয়েছে, গুজরাত ভোটে ইভিএমের ব্যবহার ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আক্রমণ নিয়ে তুলকালাম করবে তারা।
সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, অধিবেশনে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। এবং কয়েকটি বিষয়ে অর্ডিন্যান্সও জারি করা হবে। তবে আজ শোকজ্ঞাপন করে মুলতুবি হয়ে যাবে সংসদের অধিবেশন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o8CdTW
December 15, 2017 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন