হবিগঞ্জে চাঁর ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সোহেল মিয়া ও আলী মিয়ার মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় আড়াই হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাইপাস সড়কের কামড়াপুর এলাকার বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির দায়ে ১৫ হাজার ও শায়েস্তানগর এলাকার জিএন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yWZQSS

December 11, 2017 at 12:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top