আই লিগে চার্চিলের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল মোহনবাগান

কলকাতা, ১০ ডিসেম্বরঃ বারাসাতে চার্চিলের বিরুদ্ধে ৫-০ গোলে দুর্দান্ত জয় পেল মোহনবাগান। প্রিয় দলের এই বড় ব্যবধানে জয়ের ফলে স্বভাবতই উচ্ছ্বসিত বাগান সমর্থকেরা।

এদিন প্রথমার্ধে ম্যাচের শুরুতে ২৩ মিনিটেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ক্রোমা। এরপর সনির পাস থেকে ডিকা ৩৩ মিনিটে গোল করেন। প্রথমার্ধ অবধি স্কোর ছিল ২-০।  দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ফের গোল করেন ডিকা। ৪৯ মিনিটে ক্রোমার পাস থেকে শেখ ফৈয়াজ মোহনবাগানের চতুর্থ গোলটি করেন। ৬৫ মিনিটে ক্রোমাকে তুলে রানা ঘরামিকে নামানো হয়। ৮৪ মিনিটে একক সক্ষতায় অনবদ্য করেন বাগান অধিনায়ক। বক্সে গোল করতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পান সনি নর্ডি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এল মোহনবাগান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iNMSOs

December 10, 2017 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top