৬ কর্মীকে বরখাস্ত করল এডিএমকে

চেন্নাই, ২৫ ডিসেম্বরঃ জয়ললিতার কেন্দ্র থেকে দিনকরণের জয় অস্বস্তিতে ফেলেছে এডিএমকেকে। এডিএমকের সদস্য হয়েও দিনকরণের হয়ে কাজ করেছেন অনেকে। অস্বস্তি ঢাকতে ৬ এডিএমকে কর্মীকে বরখাস্ত করল এডিএমকে। এস ভেট্রিভেল, টিটি সেলভন, রাঙ্গাস্বামী, মুথাইয়া, ভিপি কলাইরাজন এবং এস পার্থিবনকে এডিএমকের সব পদ থেকে সরানো হয়েছে। এডিএমকের পক্ষ থেকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের কাছে তদন্তের আবেদন করা হয়েছে।

জয়ললিতার কেন্দ্রে জয়কে মর্যাদার প্রশ্ন করে ফেলেছিল সব দলই। এডিএমকে দেখাতে চেয়েছিল, জোড়া পাতার জয় এখনও অটুট। শশীকলার ভাইপো দিনকরণ দেখাতে চেয়েছিলেন ভোটদাতারা তাঁকেই জয়ললিতার উত্তরসূরী মানেন। আর ডিএমকে দেখাতে চেয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এডিএমকে এবং দিনকরণের ওপর ভরসা নেই ভোটদাতাদের। সেই মর্যাদার লড়াইয়ে জিতে গিয়েছেন দিনকরণ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2C3bewv

December 25, 2017 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top