ইলিয়াসকে ফেরত না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে —-রুহুল কুদ্দুছ তালুকদার দুলু

784512মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাবেক উপমন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গণমানুষের নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। সে সরকারই আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে। যদি সরকার তাকে ফিরিয়ে না দিতে পারে তাহলে সরকারকে একদিন তার খেসারত দিতে হবে। বিএনপির নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিষ্ট সরকারকে উৎখাত করবে এবং ইলিয়াস আলীকেও উদ্ধার করতে সক্ষম হবে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, সিলেট বিএনপির হার্ট, জননন্দিত নেতা ইলিয়াস আলীকে সরকার ফেরত না দেয়া পর্যন্ত তার সন্ধানে আন্দোলন অব্যাহত রাখতে হবে। ইলিয়াসের জন্য আন্দোলন করতে গিয়ে যাদের রক্তে বিশ্বনাথের রাজপথ রঞ্জিত হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। আজ এতটা বছর ধরে তার পথ চেয়ে বসে আছেন জনমদুখী মা, তার স্ত্রী ও সন্তানেরা। এর চে’ কষ্ট আর বেদনার কি হতে পারে? ইলিয়াস আলী উন্নয়ন প্রাণ নেতা। তার স্বপ্ন তিনি মন্ত্রী হবেন। আমাকে কয়েকবার বলেছেন, তার এলাকায় এখনও অনেক কাজ বাকী আছে। মন্ত্রী হয়ে এলাকার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে চেয়েছেন তিনি। অথচ এমন একজন নেতাকে গুম করে রাখা হয়েছে। যেহেতু ফেরাউন-নমরুদ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, মুজিব-এরশাদও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, সেহেতু শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে তার গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল কুদ্দুছ, সহ-সাংগঠনিক সম্পাদক মোনায়েন খান, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিএনপি নেতা ফরিদ মিয়া, জলাল আহমদ, আলা উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ আলতাব আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নানু মিয়া, যুবদল নেতা মঈনুল ইসলাম, সাইদুল, বাবুল মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, কিনু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শেখ ফরিদ, শাহ আমির উদ্দিন, রুহেল আহমদ কালু, ছাত্রদল নেতা আলেক্স মিয়া, নাজিম উদ্দিন, সুলতান খান, আজাদ, এনাম, হিরা, শিমুল আহমদ, আবদুল কাইয়ুম, দিলোয়ার, ওয়াসিম, দুলাল, আজিজুল, জয়নাল খান, আলম খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জুনেদ প্রমুখ।
এসময় বিএনপির শীর্ষ নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের পায়তারা করছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ও বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সেই সাথে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির নেতাকর্মীকে নির্বাচন এবং আন্দোলন এ দুটি বিষয়ে প্রস্তুুতি আহবান জানানো হয়েছে। অপর প্রশ্নের জবাবে এ নেতা জানান, যদি আল্লাহর হুকুমে এম. ইলিয়াস আলী ফেরত আসেন, তাহলে সিলেট-২ আসনে তিনিই প্রার্থী হবেন। অন্যথায় এখানে তার সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা’ই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং তাকে হাজার হাজার ভোটের মাধ্যমে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন এ আসনের বিএনপির নেতাকর্মীরা।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AGX9r7

December 14, 2017 at 08:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top