দিঘায় নজিরবিহীন ঘটনা, একসঙ্গে বাজল সাড়ে ৫ হাজার শাঁখ

দিঘা, ২২ ডিসেম্বরঃ নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সমুদ্রসৈকত দিঘা। বুধবার থেকেই সৈকত শহরে শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল।

সেই উত্‍সবকেই আরও বর্ণময় করে তুলতে লক্ষ্মীবারের দুপুরে নিউ দিঘার ওশিয়ানা সি বিচে একসঙ্গে বেজে উঠল সাড়ে ৫ হাজার শাঁখ। শঙ্খধ্বনির আওয়াজ প্রতিধ্বনিত হল সমুদ্রতটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

নজিরবিহীন বিরল এই ঘটনা চাক্ষুষ করতে এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গিনেস বুকের প্রতিনিধিরা। তাঁরা খুশি হয়েছেন। তবে এই নজির গিনেস বুকে ঠাঁই পাবে কি না, তা অবশ্য স্পষ্ট করেননি গিনেস বুকের কর্তারা।

এদিন ১৭ থেকে ৩৭ বিভিন্ন বয়সি সাড়ে ৫ হাজার মহিলা লালপেড়ে সাদা শাড়ি পরে হাজির হয়েছিলেন দিঘার ওশিয়ানা সি বিচে। সেখানেই দাঁড়িয়ে মহিলারা হাতে তুলে নিলেন শঙ্খ।

তবে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বিচ ফেস্টিভ্যালের উদ্বোধনের দিনই। কিন্তু অতিরিক্ত কুয়াশার জেরে বুধবার সৈকতশহরের আবহাওয়া ভাল না থাকায় অনুষ্ঠানটি বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার করা হল বলে জানিয়েছেন জেলাশাসক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CVnVbG

December 22, 2017 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top