এবার রামদেবকে রাখির চ্যালেঞ্জ

সুরমা টাইমস ডেস্ক:: যোগগুরু রামদেবকে চ্যালেঞ্জ করলেন রাখি সাওয়ান্ত। তাও আবার কনডম তৈরি নিয়ে।
ইনস্টাগ্রামের একটি ভিডিওতে যোগগুরু রামদেবকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছেন টেলিভিশনের ‘ড্রামা কুইন’।

তিনি বলেন, রামদেবের যদি দম থাকে, তাহলে তিনি যেন পতঞ্জলির কনডম তৈরি করে দেখান। টেলিভিশনের ‘ড্রামা কুইনের’ ওই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা।

এদিকে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়ের পর, নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। বিরাট বিয়ে করে নিলেন, এবার তাঁর কী হবে বলে বাথরুমে বসে এক অদ্ভূত ভিডিও শেয়ার করেন রাখি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DgZzJV

December 26, 2017 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top