শিবগঞ্জে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ ২ ভাই আটক

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাড়কের পাইলিং নামক স্থানে অভিযান চালিয়ে ৮৮৫ বোতল ফেনসিডিলসহ ২ ভাইকে আটক করেছে র‌্যাব। এ সময় ৪শ’ বস্তা চাউলসহ ট্রাকটি জব্দ করা হয়। আটকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় ধনিয়াপাড়া গ্রামের আখতারুল হোসেনের ছেলে সেলিম রেজা (৩৩) ও মুকুল আলম (২৩)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র‌্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ্ আল-মুরাদের নেতৃত্বে শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ের দর্গা মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ফেনসিডিলস ও  ৪শ’ বস্তা চাউলসহ একটি ট্রাক জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সেলিম রেজা ও মুকুল আলমকে আটক করা হয়। র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুই জন ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ট্রাকে লোড করছিল। ইতোপূর্বে সেলিম একাধিকবার দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করেছে এবং চলতি বছরে এপ্রিল মাসে এক হাজার ৭০৫ বোতল ফেনসিডিলসহ সেলিম হাতেনাতে গ্রেফতার হয়। জামিনে মুক্তি পেয়ে সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2BG0eEM

December 19, 2017 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top