ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

জাকার্তা, ১৬ ডিসেম্বরঃ তীব্র ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা উপকূলীয় এলাকা। ভুমিকম্পের পর প্রশাসনের তরফ থেকে সুনামি সর্তকতা জারি করা হয়েছে।

ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভুমিকম্পের তীব্রতা ৬.৫। এর কেন্দ্রস্থল পশ্চিম জাভা থেকে ৫২ কিমি দুরে তাসিকমালায়া। প্রায় ১ মিনিট মতো কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের জেরে অনেক বাড়িতে ভালোরকম ফাটল ধরা পড়েছে। হাসপাতাল দ্রুত খালি করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বড়দিন উপলক্ষ্যে জাভা উপকূলীয় এলাকায় পর্যটকের আগমন হচ্ছে, এলাকায় ভূমিকম্পের ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে, অনেকে হোটেল ছেড়ে রাস্তায় নেমে এসেছে। তবে প্রশাসনের তরফ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AV37oq

December 16, 2017 at 11:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top