নিউইয়র্ক, ৩১ ডিসেম্বর- চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরো জোরালোভাবে সম্পৃক্ত করার অভিপ্রায়ে গঠিত হলো বাপাফ (বাংলাদেশি আমেরিকান পাবলিক এফেয়ার্স ফ্রন্ট) এর নতুন কমিটি। মূলধারার সংগঠক অধ্যাপক দেলোয়ার হোসেন সভাপতি এবং আমজাদ হোসেন সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির। ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্টার পার্টি হলে সর্বস্তরের প্রবাসীর উপস্থিতিতে বাপাফর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রুবাইয়া রহমান। আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডা. মোহাম্মদ বিল্লাহ, আতিকুর রহমান সালু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, আলী ইমাম শিকদার, কম্যুনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি লিডার আহসান হাবীব, এটর্নী সোমা সাঈদ প্রমুখ। সকলেই নিজ নিজ অবস্থান থেকে কমিউনিটির সামগ্রিক কল্যাণে কাজের অঙ্গিকার করেন। এছাড়া, কমিউনিটির স্বার্থ আদায়ের জন্যে কংগ্রেস ও সিটি প্রশাসনে তদ্বির জোরদারে বিভিন্ন পরিকল্পনারও আলোকপাত করেন। আরও পড়ুন: যে বাংলাদেশি নারী ট্রাম্পবিরোধী বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছিলেন নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক দেলোয়ার এ সংবাদদাতাকে বলেন, নিউইয়র্কে ৩ লাখের বেশী বাংলাদেশি বাস করছি। অথচ এখন পর্যন্ত কংগ্রেসম্যান দূরের কথা, সিটি কাউন্সিলের মেম্বার হিসেবে কেউই জয়ী হতে পারিনি। অথচ সময়ের প্রয়োজনে মূলধারার সুযোগ-সুবিধা আদায়ের স্বার্থেই বাংলাদেশিদের সিটি, অঙ্গরাজ্য এবং ফেডারেল প্রশাসনে জায়গা করে নিতে হবে। সে অভাব পূরণেই আমরা কাজ করবো। এ লক্ষ্য অর্জনে আমরা সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করতে সকলকে অনুরোধ জানাবো। উল্লেখ্য, মূলধারায় বাংলাদেশিদের আরোহনের সিড়ি হিসেবে ব্যবহারের অভিপ্রায়ে দুই দশক আগে বাপাফের জন্ম হয়েছে। ইতিপূর্বে এই সংগঠনের নেতৃত্ব প্রদানকারীদের অনেকেই ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হয়েছেন। এখনও কুইন্স ডেমোক্রেটিক পার্টির উচ্চপদে রয়েছেন বেশ কয়েকজন। একইভাবে রিপাবলিকান পার্টির সাথে যুক্তদের তালিকাও করা হচ্ছে। জাতিগত স্বার্থে সকল বাংলাদেশি আমেরিকানকে ঐক্যবদ্ধ করার সংকল্পের কথাও জানালেন বাপাফের নতুন কমিটি। সূত্র: বিডি-প্রতিদিন এফ/২৪:৪০/৩১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Ctsyut
December 31, 2017 at 06:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top