স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো পুলিশ স্বামীর বিরুদ্ধে

জলপাইগুড়ি, ৭ ডিসেম্বরঃ স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো পুলিশ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম অসীম সাহা। তিনি জলপাইগুড়ি পুলিশ লাইনে কর্মরত অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত। অপরদিকে ঘটনার অভিযোগ নিতে অস্বীকার করার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

২০০৮ সালে জলপাইগুড়ি মোহিত নগরের বাসিন্দা অনন্ত কুমার মোহন্তর মেয়ে অনুরাধা মোহন্তর সাথে বিয়ে হয়েছিল পুরাতন পান্ডা পাড়ার বাসিন্দা অসীম সাহার। জানা গিয়েছে সেই সময় পন হিসেবে শ্বশুর বাড়ি থেকে অসীম বাবু ১ লক্ষ টাকা নিয়ে ছিলেন। বিয়ের ঠিক ২ মাস পর থেকে অনুরাধার ওপর অত্যাচার ও মারধোর শুরু করে অসীম, বেশ কয়েক বার উভয় পরিবারের মধ্যস্ততায় সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও তাতে লাভ হয়নি।

গত ৩০ নভেম্বর  দুপুর নাগাত অনুরাধা কে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মাড়ার চেষ্টা করে অসীম বাবু বলে অভিযোগ। সেই কোনো ভাবে নিজেকে বাঁচিয়ে শরীরে কেরসিন অবস্থায় কোতয়ালি থানার দারস্থ হন অনুরাধা দেবী। অভিযোগ সেই সময় তাকে ৩ ঘন্টা বসিয়ে রেখেও তার অভিযোগ পত্র জমা নেয়নি কোতয়ালি থানা। এরপর অনুরাধার দেবীর বাবা থানায় গিয়ে মেয়ের শারীরিক অবস্থা দেখে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। দীর্ঘক্ষণ কেরসিন তেল গায়ে থাকার কারনে অনুরাধা দেবীর শরীরে সংক্রামক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অনুরাধা দেবীকে। বর্তমানে তিনি মোহিতনগরে বাপের বাড়িতে শয্যসায়ী। এই বিষয়ে কোতয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, অভিযোগ পত্র নেওয়া হয়নি এই ধরনের অভিযোগ ঠিক নয়। সেই সময় অনুরাধা দেবী এবং তার বাবা ঘটনাটি মৌখিক ভাবে জানাতে এসেছিলেন। থানার থেকে বলা হয়েছিল লিখিত আকারে দিতে। পরবর্তীতে তারা কেউ আর লিখিত আকারে অভিযোগ জমা দিতে আসেননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j1vvx6

December 07, 2017 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top