নিজস্ব প্রতিনিধি:: কানাইঘাট লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খন্ড গ্রামের এক নিরীহ হিন্দু পরিবারের সদস্যদের ধান কাটার মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে। জমিতে ধান দৃশ্যমান থাকার পরও প্রতিপক্ষ হিন্দু পরিবারকে ফাসানোর উদ্যেশ্যে ধান কেটে নেওয়া হয়েছে বলে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায় একই ইউপির নুনছড়া গ্রামের আব্দুল হকের পুত্র নাজিম উদ্দিন বাদী হয়ে এলাকার প্রবীণ মুরব্বী ভাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের আব্দুল লতিফ, কালীনগর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক ও ভাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত প্রমোধ বৈধ্যের ছেলে আশুরাম বৈধ্য ও তার ছেলে সুধীর বৈধ্য, মাখন বৈধ্য, অধীর বৈধ্য সহ ৯ জনের বিরুদ্ধে গত ২৭শে নভেম্বর সিলেটের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। মামলা নং সিআর ২৭। বিজ্ঞ আদালত আগামী ১৪ই ডিসেম্বরের মধ্যে মামলাটি তদন্ত করে রির্পোপটি আদালতে দাখিলের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এ মামলাটি দায়ের করার পর এলাকায় জানাজানি হলে জনমানে কৌতুহলের সৃষ্টি হয়। কারন যেখানে জমিতে ধান রয়েছে সেখানে ধান কেটে নেওয়ার অভিযোগ। এমন দৃশ্যমান ডাহা মিথ্যা মামলায় হতবাক হয়েছেন এলাকার মানুষ। তারা জানান এটা হয়রানী ছাড়া আর কিছুই নয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BBR6kt
December 02, 2017 at 12:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন