নয়াদিল্লি, ১৮ ডিসেম্বরঃ গুজরাতে হাড্ডাহাড্ডির লড়াই হলেও হিমাচল প্রদেশ কংগ্রেসের কাছ থেকে ফের ছিনিয়ে নিতে সফল মোদি বাহিনী৷ এর ফলে দেশের মাত্র ৪ রাজ্যই এখন রইল কংগ্রেসের হাতে৷ অন্যদিকে ২৯ টি রাজ্যের মধ্যে ১৯ টা রাজ্যই এখন গেরুয়া শিবিরের দখলে৷ শেষবার এই নজির গড়েছিল কংগ্রেস৷ সেটাও ২৪ বছর আগে৷ তখন তাদের দখলে ছিল দেশের ১৮টি রাজ্য৷ স্বাধীন ভারতে এই প্রথমবার কোনও একটি রাজনৈতিক দলের হাতে চলে এল দেশের ১৯ টি রাজ্য৷ যা অবশ্যই নতুন রেকর্ড৷
এদিন ভোটগণনা শুরু হতেই গুজরাতে হাড্ডাহাড্ডির লড়াই চললেও হিমাচল প্রদেশে বরাবরই দাপট দেখিয়েছে বিজেপি৷ হিমাচলও নিজেদের দখলে রাখতে তাই ব্যর্থ কংগ্রেস৷ এদিন সময় যতো এগিয়েছে ততোই চওড়া হয়েছে পদ্ম শিবিরের হাসি৷
এবছর হিমাচলে ভোট পড়েছে ৭৫.২৮ শতাংশ৷ যা নতুন রেকর্ডও বটে৷ হিমাচলে কংগ্রেসের যে পরাজয় হচ্ছে, তা অধিকাংশ এক্সিট পোলেই স্পষ্ট হয়ে যায়৷ ২০১২ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৬৮ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ৩৬ টি আসনে৷ বিজেপির দখলে ছিল ২৬টি৷ নির্দল জিতেছিল ৬টি আসনে৷ এবছর পুরো চিত্রটাই বদলাতে সফল টিম মোদি ৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kEBK75
December 18, 2017 at 04:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন