বরফে মুড়ে উপত্যকা, বন্ধ শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক

শ্রীনগর, ১৩ ডিসেম্বরঃ গত দুদিনের তুষার ঝরে উপত্যকায় বন্ধ হয়ে গেল রাস্তাঘাট। মঙ্গলবার সন্ধ্যে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। বরফে মুড়ে গিয়েছে গোটা উপত্যকা।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অবধি বরফ পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার আচমকাই পরিবর্তন হয়েছে। এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীর হাওয়া অফিস। এমূহুর্তে বরফে মুড়ে গিয়েছে উপত্যকা। রাস্তা ঘাটে লোক চলাচলও কমে গিয়েছে। কনকনে শীতের হাওয়ায় রাজধানী শহর। মঙ্গলবার সকাল থেকে দেখা যায় শহরের চারিপাশে তুষার ছড়িয়ে আছে। বৃষ্টির দাপটও আছে।

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর নির্ভর করেই জম্মু কাশ্মীরের সঙ্গে পুরো দেশের যোগাযোগ থাকে। ভারী তুষারপাতের কারণেই সড়ক পথে এই মুহুর্তে কাশ্মীর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পন্যবাহী গাড়ি ওঠা নামা থেকে পর্যটক এখন কেউই আসতে পারছেন না সামার ক্যাপিটাল কাশ্মীরে।

ভারী তুষারপাতে বানিহালের জওহর লাল টানেলও বন্ধ। এদিকে মঙ্গলবার থেকেই শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামাও বন্ধ রাখা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nY5iRZ

December 13, 2017 at 05:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top