ঢাকা, ১১ ডিসেম্বর- আমি কে? আচমকা প্রশ্নটি ছুঁড়ে দিলেন তিনি। আগত সাংবাদিকরা অনেকটা অপ্রস্তুত। পরীমণি এসব বলছেটা কি এমন ভাব কাটিয়ে ওঠার আগে দুকানে ঝুমকো দুল আর লম্বা বেনিতে বেলীফুল গাঁথা বর্ণিল থ্রিপিসের পরীমণি বলেন, আমি পরীমণি নই। আমি সোনামণি! এবার আরেকপ্রস্থ বিভ্রান্তি। তবে নিজেই সে বিভ্রান্তি কাঁটিয়ে পরীমণি বলেন, আমি এই চরিত্রের ঘোর থেকে এখনো বের হতে পারিনি। মালেক আফসারী স্যারের সঙ্গে কাজ করতে গিয়ে তার নির্দশনায় নিজেকে বদলাতে গিয়ে সেই যে চরিত্রে ঢুকেছি তা থেকে সহজে বের হতে পরছিনা বের হতে চাইওনা। যখনই সুযোগ আসে আমি সোনামণির সাজে থাকার চেষ্টা করি। ১৫ ডিসেম্বর অন্তরজ্বালা চলচ্চিত্রটির সোনামণি চরিত্রের স্পর্শ পাবে দর্শক। আশা করি তারাও সোনামণিকে ভালোবাসবে। অন্তরজ্বালায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, চলচ্চিত্র যে ডিরেক্টর্স মিডিয়া তা এ ছবিতে কাজ করতে গিয়ে অনেক বেশি বুঝেছি। অভিনয় করতে গিয়ে সত্যিকারের একাধিক চড় খেয়ে গাল ফুলে যাওয়ার অভিজ্ঞতার স্মরণ করেন পরীমণি। কিন্তু সে কারণে অভিনয়ের প্রতি আরো মমতা এবং ভালোবাসা বেড়েছে বলেও জানান তিনি। নায়ক জায়েদ খানের প্রযোজনায় মালেক আফসারীর পরিচালনায় অন্তরজ্বালা মুক্তি পাচ্ছে সারা দেশের ১৭৫টি সিনেমা হলে। চলচ্চিত্রটির মুক্তির আগে রাজধানীর নিকুঞ্জতে একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এমএ/০২:১০/১১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BT2iIP
December 11, 2017 at 08:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন