নয়াদিল্লি, ২১ ডিসেম্বরঃ দেশের সবচেয়ে বড় দুর্নীতি বলা হচ্ছিল এই কেলেঙ্কারিকে। সেই টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি মামলায় বেকসুর খালাস পেলেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে নেত্রী কানিমোঝি সহ এই মামলার ১৫ জন অভিযুক্ত। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারির রায় ঘোষণা করা হয়।এক লাইনের রায় বিচারক ওপি সাইনি জানান, সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ। তাই অভিযুক্তদের বেকসুর খালাস দিল আদালত। আদালত তার রায়ে জানিয়েছে, টুজি স্পেকট্রাম বণ্টনে কোনোরকমের দুর্নীতিই হয়নি। রায়দানের আগে আদালত আজ পৌঁছে যান এ রাজা, কানিমোঝি। রায়দানের পর এ রাজা, কানিমোঝি জানান, শুরু থেকেই নিশ্চিত ছিলেন, তাঁরা বেকসুর খালাস পাবেন।
প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মোটা টাকার বিনিময় মোবাইল ফোন সংস্থাকে এয়ারওয়েভ এবং লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন, যার জেরে দেশের প্রায় ১.৭৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল। দেশের শীর্ষ আদালত এ রাজা অনুমোদিত সমস্ত লাইসেন্স বাতিল করে দেয়। এরপর আদালতে ২০১১ সালে এই মামলার শুনানি শুরু হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BUv7s0
December 21, 2017 at 11:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন