পরিশ্রম, একাগ্রতা আর সাধনার খেলা ক্রিকেট। লম্বা সময় ধরে ক্রিকেটের ক্যারিয়ার চালিয়ে যাবার জন্য চাই অসাধারণ ফিটনেস। আর সেই ফিটনেস ধরে রাখার দৃঢ় মানসিকতা। সাধারণত প্রচণ্ড শারিরীক চাপের কারণে ক্যারিয়ারকে খুব অল্প সময়েই গুটিয়ে ফেলতে বাধ্য হন পেস বোলাররা। অন্যদিকে ব্যাটসম্যানদের ক্যারিয়ার অপেক্ষাকৃত লম্বা হয়। বিশেষ করে যেকোন একটি ফরম্যাটের খেলা থেকে নিজেকে গুটিয়ে নিলে তো ক্যারিয়ারের দৈর্ঘ্য বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায় আরো বহুগুণ। অনেক সময় ক্রিকেটে অবাঞ্ছিত কিছু ঘটে যায়। যেমন অনেক ভাল ক্রিকেটারও মাঝে মাঝে শুন্য রানে আউট হন। বা অনেকে স্বভাবতও আউট হন শুন্য রানে। দেখে নেয়া যাক টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুন্যে (০) রানে সর্বোচ্চ আউট হয়েছেন কারা। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:০০/০৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jINcxL
December 04, 2017 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top