ঢাকা, ২৭ ডিসেম্বর- বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। প্রায় এই নামটি খবরের শিরোনামে উঠে আসে বিভিন্ন কারণে। ক্যারিয়ারের শুরু থেকেই প্রেমের গুঞ্জন যেন তার পিছু ছাড়ছে না। এর আগেও বিভিন্ন নায়িকার সঙ্গে গণমাধ্যমে উঠে আসে তার প্রেমের সম্পর্ক। গতকাল মঙ্গলবার ফেসবুকে বাপ্পিকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সিফান নামের একটি মেয়ে লাইভে এসে বলছেন সে বাপ্পীকে ভালোবাসেন। বাপ্পী অন্য কোথাও বিয়ে করলে সে আত্মহত্যা করবে। আরও পড়ুন: ফিল্ম ক্লাব সম্মাননা পেলেন চলচ্চিত্রের ২০ গুণী ব্যক্তিত্ব ২০১২ সাল থেকে তাদের বন্ধুত্ব। তার এমন কথার লাইভ ভিডিও ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক সকল গ্রুপেই শেয়ার হতে দেখা যাচ্ছে। ভিডিওটির নিচে কমেন্টেরও বন্যা বয়ে যাচ্ছে। জানা গেছে, এর আগে বাপ্পী চৌধুরী আগামী বছর বিয়ে করবেন এমন ঘোষণা দেয়ার পর থেকেই লাইভে এসে মেয়েটি এমন হুমকি দিয়ে যাচ্ছে। তবে তার এ লাইভ ভিডিও সম্পর্কে বাপ্পী চৌধুরীর কাছ থেকে তেমন কোন সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এ নিয়ে আমি এখন কিছুই বলতে চাই না। কারণ এখনো ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি। একটু বুঝে নিই তারপর আপনাদের জানাবো। এর আগেও অপু বিশ্বাসের কথিত প্রেমিক বাপ্পী, এমন খবরও সরগম ছিল মিডিয়া পাড়া। এখন সময়ের ব্যাপার লাইভে আসা মেয়েটির ঘটনার সত্যতা কতটুকু। সূত্র: গো নিউজ২৪ আর/১০:১৪/২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BNcJh4
December 28, 2017 at 05:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top