চেন্নাই, ১৪ ডিসেম্বরঃ পরিচারিকাদের কথা মাথায় রেখে দু’মাস আগেই ‘ন্যূনতম মজুরির জাতীয় নীতি’ চালু করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তবে এখনও বহাল হয়নি সে নিয়ম। কেন্দ্রের দেখানো পথ ধরেই হাঁটতে শুরু করেছে কয়েকটি রাজ্য। সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকারের শ্রম দফতর ঘোষণা করেছে, এবার থেকে সে রাজ্যের পরিচারিকাদের নূন্যতম একটি বেতন ধার্য করা হবে। তার কম বেতন দেওয়া চলবে না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গতবছর পরিচারিকাদের ন্যূনতম বেতন ধার্য করা নিয়ে একটি কমিটি তৈরি হয়েছিল। এই কমিটির রিপোর্ট অনুযায়ী আগামীদিনে প্রতিঘন্টায় ন্যূনতম ৪০ টাকা করে মায়না দিতে হবে পরিচারিকাদের।
ধরা যাক, একজন পরিচারিকা গড়ে একটি বাড়িতে যদি ৪ ঘণ্টা কাজ করেন। তবে তাঁর দৈনিক মজুরি হচ্ছে ১৬০ টাকা এবং মাসে ৪৮০০ টাকা।
তবে এখনই এই রিপোর্ট শ্রম মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে না। তার আগে নয়া নীতি কার্যকর হলে, পরিচারিকারা মাসে বা বছরে ক’টা ছুটি নিতে পারবেন, ওভারটাইম করলে কত টাকা করে পাবেন সে নিয়েও কথাবার্তা চলছে। আগামী দু’মাসের মধ্যেই শ্রমদপ্তরের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তামিলনাড়ুর ন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কাস মুভমেন্ট-এর প্রতিনিধিরা অবশ্য ঘণ্টায় ৪০ টাকা বেতনে সন্তুষ্ট নন। তাঁরা ন্যূনতম ৭০ টাকা দাবি করেন। সঙ্গে তাঁদের সন্তানদের পড়াশোনার খরচ, চিকিত্সার খরচ এবং যাতায়াতের ভাড়াও দিতে হবে বলে দাবি করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Aql2Pr
December 14, 2017 at 05:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন