কলকাতা, ১৬ ডিসেম্বর- ফের শিরোনামে বন্দরের দাপুটে তৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্না৷ এবারও তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ৷ নবান ওয়াজিদ আলি শাহের বংশধর জামান মিঞাকে তাদের পৈত্রিক বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার৷ প্রতিবাদ করতে গেলে মুন্না ও তার ছেলে তথা কাউন্সিলর সামস ইকবাল ও তার সঙ্গীরা এসে হুমকি দেয়৷ সরে যেতে বললে মারধর করা হয় বলেও অভিযোগ৷ পৈত্রিক ভিটে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জামানের৷ শুক্রবারের এই ঘটনার প্রেক্ষিতে জামান মিঞা এবং সামস ইকবাল গার্ডেনরিচ থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের অভিযোগ নেওয়া হয়নি৷ যেহেত মুন্নার বিরুদ্ধে অভিযোগ সেজন্য তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এমনটাই দাবি নবাব আলি শাহের বংশধরের৷ তাঁদের অভিযোগ, জোর করে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া জন্য জামান মিঞা মুন্নার বিরুদ্ধে মামলা করার কথা বললে, পাল্টা ইকবাল তাদের হুমকি দিয়ে বলে যে হরিমোহন ঘোষ কলেজের সামনে পুলিশকে মেরে দেওয়া সত্ত্বেও তার কিছু হয়নি৷ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন৷ প্রসঙ্গত, হরিমোহন ঘোষ কলেজের সামনে নির্বাচনকে কেন্দ্র করে গোলমালের মধ্যে খুন হন এক সাব-ইনস্পেক্টর৷ সেই ঘটনায় মু্ন্নাকে গ্রেফতার করে সিআইডি৷ শেষবারের মত শনিবার ডিসি বন্দরের কাছে লিখিত অভিযোগ জমা দেন তাঁরা৷ সেই অভিযোগ জমা পড়ার কিছু সময়ের মধ্যেই মামলা রুজু হয় গার্ডেনরিচ থানায়৷ এমএ/১১:৪০/১৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k4TAQT
December 17, 2017 at 06:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top