কলকাতা, ২৫ ডিসেম্বর- রবীন্দ্রসংগীতে বিশেষ অবদান রাখায় কলকাতায় সংগীত মহাসম্মান পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গতকাল শনিবার কলকাতায় শুরু হয়েছে আটদিনব্যাপী বাংলা সংগীত মেলা। কলকাতার উত্তীর্ণ মুক্তমঞ্চে এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার উদ্বোধনী দিন সংগীত মহা সম্মান পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বন্যার হাতে এই সম্মান তুলে দেন প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা সংগীতে বিশেষ অবদানের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুরস্কার শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। সর্বমোট তিনটি পুরস্কার প্রদান করা হয় বিশেষ সংগীত সম্মান, সংগীত মহাসম্মান এবং সংগীত সম্মান। এবার বিশেষ সংগীত সম্মান পেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ। তাঁদের প্রত্যেককে পদক, মানপত্র আর দুই লাখ রুপির চেক দেওয়া হয়। রবীন্দ্রসংগীতে বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যাসহ সংগীত মহা সম্মান পুরস্কার পেয়েছেন আটজন। এছাড়াও লোকগীতিতে স্বপন বসু, ঝুমুরশিল্পী বিমলা দেবী, পটের গানে স্বর্ণ চিত্রকর, ফকিরি গানে খাইবার ফকির, তবলায় শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, সন্তুরে তরুণ ভট্টাচার্য এবং গিটারে দেবাশীষ ভট্টাচার্য। তাদের প্রত্যেককে পদক, মানপত্র আর এক লাখ রুপি দেওয়া হয়। আরও পড়ুন: মাশরাফিকে নিয়ে চার নম্বর গান শত কোটি প্রানের মাশরাফি সংগীত সম্মান পেয়েছেন ১৩ জন। রবীন্দ্রসংগীত, ধ্রুপদ, যন্ত্রসংগীত, বাউল, কীর্তন, ভাওয়াইয়া, কাঠি ঢোল আর সাঁওতালি ভাষার গানের জন্য সংগীত সম্মান পদক দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় পদক, মানপত্র আর ৫০ হাজার রুপি। কলকাতায় আট দিনব্যাপী বাংলা সংগীত মেলায় যোগ দিচ্ছে ১ হাজার ৮০০ শিল্পী। ৩০ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে কলকাতার নয়টি প্রেক্ষাগৃহ ও মিলনায়তনে। সূত্র: বিডিনিউজ২৪ আর/১০:১৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DJQSsp
December 25, 2017 at 06:21AM
25 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top