ভুয়ো চিকিৎসক জানতে পারায় স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ

শ্রীরামপুর, ৩১ ডিসেম্বরঃ ভুয়ো চিকিৎসক জেনে যাওয়ায় স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের কুমিরজোলা এলাকায়।

৪ বছর আগে শুভেন্দু মল্লিকের সঙ্গে শিল্পী মল্লিকের বিয়ে হয়েছিল। বিয়ের একবছর পর শুভেন্দুবাবুর বিরুদ্ধে পিপল ফর বেটার ট্রিটমেন্টের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। জানা গিয়েছে, নিজের ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর ও তার সপক্ষে কোনও তথ্য দেখাতে না পারায় শুভেন্দুবাবুকে পুলিশ গ্রেফতার করে। বেশ কিছুদিন জেল খাটার পর জামিনে ছাড়া পান তিনি। সেইসময় শিল্পীদেবী জানতে পারেন তাঁর স্বামী ভুয়ো চিকিৎসক। এরপর থেকেই শিল্পীদেবীর উপর অত্যাচার শুরু হয়। এমনকি গুন্ডা লাগিয়েও তাঁর উপর হামলা করে বলেও অভিযোগ করেন শিল্পীদেবী। ঘটনায় তিনি শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে, ঘটনার কথা অস্বীকার করেছেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, শিল্পীদেবী তাঁর বাড়ি দখলের চেষ্টা করছেন। তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুভেন্দুবাবু শ্রীরামপুর থানায় পালটা অভিযোগ দায়ের করেছেন। ভুয়ো ডিগ্রির প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘আগেও এধরনের অভিযোগ হয়েছে। এ নিয়ে আদালত বিচার করবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2C0JiIA

December 31, 2017 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top