মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাস্ট্র প্রবাসীর উদ্যোগে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলামের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আবদুর রশীদ লাল মিয়া, ইউপি সদস্য সিরাজুল উদ্দিন আহমদ, সৎপুর আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবদুল জলিল, সমাজসেবক আমিলুন ইসলাম চুনু।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর নূর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক করম আলী, সহকারি শিক্ষক আবদুস শহিদ, শিক্ষিকা হুসনা বেগম, শামীমা বেগম, শিক্ষানুরাগী আফতাব আলী, মখলিছ মিয়া, মিলন চন্দ্র, আবুল কাহার, রফিক মিয়া প্রমুখ। এসময় বিদ্যালয়ের ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ২৫০ শিক্ষার্থীদের মধ্যে একটি করে কলম বিতরণ করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AOuIWR
December 09, 2017 at 05:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন