কলকাতা, ১৭ ডিসেম্বর- ওঁর দুর্নীতির তদন্ত হোক। নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় দল ছাড়ার পর থেকে উত্তর ২৪ পরগনা জেলায় মুকুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত প্রসঙ্গেই মন্তব্য মুকুল রায়ের। দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন অনেক দিন আগেই। আর দল ছাড়ার পর পুরনো দলের একাংশের সঙ্গে বেড়েছে তিক্ততা। সেই তিক্ততাই এখন রাস্তায়। ৩৪ বছরের বাম শাসনের সময় তৎকালীন বাম নেতাদের দুর্নীতি প্রসঙ্গে নানা মন্তব্য করতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় অফিস, দলীয় কর্মীদের আর্থিক দুর্নীতি থেকে পোড়া বিড়ি থেকে নামী ব্র্যান্ডের সিগারেট খাওয়া, সবই উঠে আসত তৎকালীন তৃণমূল নেত্রীর ভাষণে। আর এখন বিরোধীদের অভিযোগের বদলে, এক সময়ে দলের দ্বিতীয় পদাধিকারী দল ছেড়ে যাওয়ার পর থেকেই দুর্নীতি নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছেই। দল ছাড়ার পর থেকে মুকুল রায় অভিযোগ করছিলেন তাঁর ওপর নজরদারি চলছে। এরই মধ্যে রাজারহাটের মুকুল রায় ঘনিষ্ঠ নেতা পৃথ্বীশ দাশগুপ্তকে আর্থিক কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করে সিআইডি। খোঁজখবর শুরু হয় মুকুল রায়ের ছায়াসঙ্গী সুজিত শ্যামকে নিয়েও। শুরু নিজের জেলা উত্তর ২৪ পরগনাই নয়, একাধিক জেলায় মুকুল রায় ঘনিষ্ঠ অনেক নেতাই দলে নিজেদের গুটিয়ে নিয়েছেন বলে খবর। আর তাদের বিরুদ্ধেই চলছে নজরদারি। দল ছাড়ার আশঙ্কায় এবার সেইসব নেতার বিরুদ্ধেই উঠে আসছে নানা অভিযোগ। সূত্রের খবর, কারা দল ছাড়তে পারেন, এবং দল ছাড়লে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ কমিটি তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় এই ধরনের কমিটিতে রয়েছেন পার্থ ভৌমিক, অর্জুন সিং, রথীন ঘোষ এবং নির্মল ঘোষ। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা জেলার যুব তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন। তাঁদের অভিযোগ, ২০১২-১৩ সালে মুকুল রায় ও তাঁর আত্মীয়রা ৪ টি কোম্পানির মালিক হয়েছেন। মুকুল ঘনিষ্ঠরা কী ভাবে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, তা নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানানো হয়েছে। তদন্ত প্রসঙ্গে মুকুল রায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম না করে পাল্টা চ্যালেঞ্জের সুরে বলেছেন, আগে ওঁর দুর্নীতির তদন্ত হোক। আর/১৭:১৪/১৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zkhYq3
December 17, 2017 at 11:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন