লুসানে, ৬ ডিসেম্বরঃ ডোপের দায়ে শেষ পর্যন্ত ২০১৮ শীতকালিন অলিম্পিক থেকে নির্বাসিত করা হল রাশিয়াকে। মঙ্গলবার এক ঐতিহাসিক সিদ্ধান্তে ইন্টারন্যাশান্যাল অলিম্পিক কমিটি আগামী অলিম্পিক থেকে নির্বাসন দিল রাশিয়াকে। সুইটজারল্যান্ডের লুসানে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। যদিও রাশিয়ার প্রতিযোগীরা অলিম্পকে অংশগ্রহণ করতে পারবেন একটি নিরপেক্ষ পতাকার নিচে একত্রিত হয়ে।
২০১৮ র শীতকালিন অলিম্পিক থেকে রাশিয়াকে নির্বাসন দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ভিটালি মুটকোকে সারাজীবনের জন্য খেলাধূলার মঞ্চ থেকে নির্বাসিত করেছে। উপ-প্রধানমন্ত্রী অলিম্পিক কমিটির আয়োজিত কোন খেলাধূলার মঞ্চে অংশ গ্রহণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে অলিম্পিক কমিটি। বুধবারেই এই নির্বাসন নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সংবাদমাধ্যমে মুখ খুলবেন বলে মনে করা হচ্ছে। তবে ডোপিং ও নির্বাসনকে ঘিরে রাশিয়া বনাম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির লড়াই যে সহজে থামবে না তা বলাই যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AT1IOl
December 06, 2017 at 02:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন