প্রকাশ পেল ‘জুরাসিক ওয়ার্ল্ডঃ ফলেন কিংডম’-এর ট্রেলর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ফের একবার বড়পর্দায় আসছে জুরাসিক ওয়ার্ল্ডের সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ডঃ ফলেন কিংডম’। ইউনিভার্সাল স্টুডিও এই সিনেমার ট্রেলর প্রকাশ করেছে। ২০১৮ সালের জুন মাসে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

ট্রেলরে ডাইনোসরদের দাপট তো রয়েছেই, সঙ্গে রয়েছে কোনও প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত। আগ্নেয়গিরির বিস্ফোরণ, লাভা বেরনো, তার মধ্যে ডাইনোসরদের খপ্পরে পড়া। ট্রেলরই যেন একেবারে হাড়ে কাঁপুনি ধরিয়ে দেওয়ার পক্ষ্যে যথেষ্ট।

এই সিনেমার পরিচালক জেএ বায়োনা। অভিনয়ে রয়েছেন ক্রিস প্র্যাট ও ব্রিস ডালাস হাওয়ার্ড মতো অভিনেতারাও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y7Osje

December 08, 2017 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top