আটলান্টা, ১৯ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ডোরাভিল শহরে গলায় প্যানকেক আটকে ১৫ বছর বয়েসী সাজ্জাদ অকালেই মারা যান। মাত্র ৭ মাস আগে মা সারাহ চৌধুরী এবং ছোট দুভাইয়ের সাথে অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসার পর এমন করুণ মৃত্যুর শিকার হওয়ায় প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্যানকেক তথা চিতই পিঠা দিয়ে সকালের নাস্তা করার সময় তা গলায় আটকে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। ২০ থেকে ৩০ মিনিট নিঃশ্বাসের প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ। আরও পড়ুন: সাউথ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা এ অবস্থায় হতভম্ব অভিবাবকরা ফোন করেন পুলিশকে। সাথে সাথে তাকে এ্যাম্বুলেন্সে নিকটস্থ স্কটিশ রাইট হাসপাতালের ইমার্জেন্সীতে নেয়া হয়। হাসপাতালের ডাক্তারগণ সর্বাত্মক চেষ্টা করেও গলা থেকে প্যানকেক সরাতে পারেননি। এভাবেই দুদিন পর তথা ১৬ ডিসেম্বর শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। সাজ্জাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয় ১৭ ডিসেম্বর রোববার দুপুরে লরেন্সভিলস্থ ইসলামিক ইন্সটিটিউট মসজিদে এবং একইদিনে মসজিদের গোরস্থানে তাকে দাফন করা হয়। এআর/১১:১৮/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AZX4Li
December 19, 2017 at 05:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top