কলকাতা, ২০ ডিসেম্বর- পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য সুবিধা করে দিচ্ছে খোদ এ রাজ্যেরই বিজেপি৷ এবং, এমনই অভিযোগ করছে আবার বাংলার গেরুয়া শিবিরেরই বিক্ষুব্ধ বিভিন্ন অংশ৷ কীভাবে এই সুবিধা করে দেওয়া হচ্ছে? বাংলার গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ বিভিন্ন অংশের সদস্য-সমর্থকদের নিয়ে গঠিত সেভ বেঙ্গল বিজেপির সভাপতি অশোক সরকারের কথায়, এ রাজ্যে যেভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজনের প্রচার চলছে বিজেপির বিভিন্ন অংশের তরফে, তার মাধ্যমে আসলে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়া হচ্ছে৷ আরও পড়ুন- বিমান সেবিকার কোর্স করতে এসে কলকাতায় নিখোঁজ ঘাটশিলার তরুণী একই সঙ্গে তিনি বলেন, এ রাজ্যের ভোটারদের ৩১ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ বিজেপির রাজনীতি এ ভাবে চলতে থাকলে, এই ৩১-এর ২৫ শতাংশ ভোটার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে৷ আর, বাকি ছয় শতাংশ কংগ্রেস, সিপিএম সহ অন্য বামদলগুলিকে সমর্থন করবে৷ শুধুমাত্র তাই নয়৷ অশোক সরকার বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটব্যাংক এ রাজ্যে প্রভাব ফেলে৷ যে কারণে, ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে রাজনীতি হতে থাকলে বিজেপির লক্ষ্য পূরণ হবে না৷ তবে, শুধুমাত্র আবার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটব্যাংকের বিষয়টিও নয়৷ সেভ বেঙ্গল বিজেপির সভাপতি বলেছেন, এ রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলত৷ তৃণমূল কংগ্রেস সরকারও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলছে৷ অথচ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম এ রাজ্যে বদল করে দেওয়া হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের টাকায় এ রাজ্যে উন্নয়ন হচ্ছে৷ কিন্তু, রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্ব এই বিষয়ে সেভাবে আন্দোলনই করছেন না৷ একই সঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে রাজ্য বিজেপির চুপ থাকার জন্য তৃণমূল কংগ্রেসেরই সুবিধা হয়ে যাচ্ছে৷ গেরুয়া শিবিরে অন্তর্দ্বন্দ্বের জেরে গত মে মাসে পশ্চিমবঙ্গে এই বিজেপির জন্ম হয়েছে৷ সেভ বেঙ্গল বিজেপির তরফে এমনই অভিযোগ উঠছে, ১৫, ২০, ৩০ বছর ধরে যাঁরা বিজেপিতে আছেন, বর্তমান রাজ্য নেতৃত্ব তাঁদের বিভিন্ন ভাবে বসিয়ে দিচ্ছেন৷ তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না৷ শুধুমাত্র তাই নয়৷ তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের রাজ্য বিজেপির বিভিন্ন পদে বসানো হচ্ছে বলেও জানানো হয়েছে৷ অশোক সরকার বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে বাঁচাতে, বাংলায় দুর্নীতি মুক্ত বিজেপি গড়তে আমাদের আন্দোলন চলবে৷ রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ বিভিন্ন অংশের অনেকেই এই বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন বলেও তিনি জানিয়েছেন৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:০৩/২০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oV0AET
December 20, 2017 at 05:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন