এ দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই,


সুরমা টাইমস ডেস্ক :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এম.পি বলেছেন, উন্নত বিশ্বের পরিবেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। তবে ভারতের বিহার ও পাকিস্তান আমাদের থেকেও পিছিয়ে আছে।

তিনি বলেন, গত ৮ বছরে আয়ামীলীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকার তা করতে পারেনি। যে কারণে এ দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরোও বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নৌকা দিয়ে আমাকে পাঠান, তাহলে আমি ভোটের জন্য আপনাদের কাছে আসবো। তবে না দিলে আমার কোন দুঃখ নেই।

রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর ডিগ্রি কলেজ ভবনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুর নুর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো. মঈন উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুন নুর।

জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, আবদুল বাতেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি রোয়েল আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম ও গীতাপাঠ করেন ইকুমা দেব।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BVBBTs

December 11, 2017 at 03:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top