বড়লেখায় গৃহবধূ হত্যায় জড়িত সন্দেহে স্বামীসহ ০২জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের বড়লেখায় গৃহবধূ স্মৃতি রাণী দাস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্বামীসহ পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নিহত স্মৃতি রাণী দাসের স্বামী তালিমপুর ইউনিয়নের হরিনবদি গ্রামের বিধু ভূষণ দাস (৩৬) ও একই গ্রামের হরিবল দাস (৪০)। আজ বৃহস্পতিবার (০৭ই ডিসেম্বর) নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান আজ বৃহস্পতিবার (০৭ই ডিসেম্বর) বিকেলে বলেন, ‘গৃহবধূ স্মৃতি রাণী দাস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে।’

প্রসঙ্গত, গতকাল বুধবার (০৬ই ডিসেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে স্মৃতি রাণী দাসকে তার কক্ষে গলা কাটা অবস্থায় পরিবারের লোকজন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় স্মৃতির লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে। এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই অকিল বিশ্বাস বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AkUKlF

December 07, 2017 at 11:06PM
07 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top